পেট্রোল পাম্পে ডাকাতির সাথে জড়িত চার আত্মসমর্পণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ ফেব্রুয়ারী৷৷ উদয়পুরের মহারণী পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতরা প্রত্যেকেই আত্মসমর্পণকারী জঙ্গী বলে জানা গিয়েছে৷ বুধবার পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করেছে৷ ধৃতরা হল অম্পির ফাল্গু হরি জমাতিয়া, কিল্লার ভিক্টর জমাতিয়া ও কৃষ্ণবাবু মলসম এবং অভয়নগরের সারিক দেববর্মা৷

জানা গিয়েছে, ডিআইজি অরিন্দম নাথের তৎপরতায় পুলিশের একটি টিম এই ডাকাতির ঘটনার  তদন্তের উদ্যোগ নেয় পুলিশ৷ এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরী, ওসি বিশ্বজিৎ দেববর্মা অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সাও উদ্ধার করা হয়েছে৷ বাকি টাকা ও ডাকাতির সময় ব্যবহৃত আগ্ণেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে৷ পুলিশ জানিয়েছে, মূলত ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷

 প্রসঙ্গত, দক্ষিণ ত্রিপুরায় উদয়পুরের এক পেট্রোলপাম্পে হানা দিয়ে অর্থ লুট করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের দল৷ এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷  সোমবার রাতে একদল দুষৃকতী মুখে কালো কাপড় বেঁধে হাতে পিস্তল নিয়ে উদয়পুর মহারানি এলাকায় একটি পেট্রোল পাম্পে হানা দেয়৷ পাম্পে ঢুকে চার সদস্যের ওই দুর্বৃত্তের দল ম্যানেজোর, স্বত্বাধিকারী-সহ অন্য কর্মচারীদের পিস্তল দেখিয়ে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়৷ দুর্বৃত্তরা কেটে পড়ার পর রাধাকিশোরপুর থানায় ঘটনার খবর দেন ভুক্তভোগী স্বত্বাধিকারী রাজীব তারণ৷

খবর পেয়ে আসে পুলিশ৷ ঘটনার বিস্তারিত শুনে এ সম্পর্কীয় এক লিখিত অভিযোগ নিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার৷ ওই অভিযোগের ভিত্তিতে এক মামলা নিয়ে দুষৃকতীদের পাকড়াও করতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ৷ সূত্রের খবর, পেট্রোল পাম্পের অফিস ঘরেরর শার্টার বন্ধ করে ভিতরে ম্যানেজার টুটন দেবনাথ, মালিক রাজীব তারণ, সঞ্জিত দেবনাথ এবং অন্য দুই সহকর্মী গোটা দিনের বিক্রিবাট্টার হিসাব-নিকাশ করছিলেন৷ তখন আচমকা চার দুষৃকতী পেট্রোল পাম্পের অফিসে প্রবেশ করে৷ মুখে কালো কাপড় পরিহিত দুষৃকতীরা পিস্তল দেখিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *