কায়রো, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনের বাফার স্টপে সজোরে ধাক্কা ট্রেনের। সংঘর্ষের জেরে ট্রেনের ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ। নিহত ২৫। পাশাপাশি গুরুতর আহত ৫০। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি মিশরের কায়রোর রামসেস স্টেশনে ঘটেছে। বিস্ফোরণ জেরে স্টেশন চত্বরের একাংশ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
কায়রো রেল রোড হাসপাতালের প্রধান মহম্মদ সইদ জানিয়েছেন, ‘বিস্ফোরণের কারণে অগ্নিকান্ডের জেরে মৃতের সংখ্যা আরও বেশি বাড়তে পারে।’ ঘটনাস্থল পরিদর্শন করেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাধবাউলি। তিনি বলেছেন, কি কারণ ট্রেনটি বাফার স্টপে ধাক্কা মারল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও আধিকারিকের অবহেলা থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের কঠোর শাস্তি হবে। যারা যুক্ত তাদের রেয়াত করা হবে।