BRAKING NEWS

আকাশপথে জারি সতর্কতা, লেহ-শ্রীনগর-সহ বিভিন্ন বিমানবন্দরে বিঘ্নিত উড়ান পরিষেবা

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): এয়ার স্ট্রাইকের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে| ভারত-পাক সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, জম্মু ও কাশ্মীরের লেহ, জম্মু ও শ্রীনগর বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে| 

আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাবের পাঠানকোট, চণ্ডীগড় এবং অমৃসতর বিমানবন্দরেও| এখানেই শেষ নয়, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূন বিমানবন্দর এবং হিমাচল প্রদেশের শিমলা এবং ধর্মশালা বিমানবন্দরেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে| নিরাপত্তা সংক্রান্ত কারণেই ভারতের বিভিন্ন বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে|

ভারতের পাশাপাশি পাকিস্তানের লাহোর, মুলতান, ফৈসালাবাদ, শিয়ালকোট এবং ইসলামাবাদ বিমানবন্দরেও উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে| ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা| এমতাবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ), ‘র’ প্রধান, স্বরাষ্ট্রসচিব এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *