নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অবশেষে স্বস্তি পেলেন এই মামলার অন্যতম অভিযুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা| সোমবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট রাজীব সাক্সেনার জামিনের আবেদন মঞ্জুর করেছে| এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাজীব সাক্সেনার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজীব সাক্সেনাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়েছিল| গত শুক্রবার ফের রাজীব সাক্সেনার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়| ২৫ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত রাজীব সাক্সেনার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| অবশেষে সোমবার অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় জামিন পেলেন দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা|
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত, ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে প্রত্যর্পণ করা হয়| তাঁকে জেরা করেই রাজীব সাক্সেনার নাম উঠে আসে| জানা যায়, ঘুষের টাকা পাচার করতে টিউনিশিয়া, মরিশাস এবং দুবাইয়ে একাধিক সংস্থা রাতারাতি গজিয়ে উঠেছিল| তাতে সামিল ছিল রাজীবের তিনটি সংস্থাও| গত জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে প্রত্যর্পণ করার পরই রাজীবকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| টানা ১২ দিন ইডি-র হেফাজতে থাকার পর গত ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন রাজীব সাক্সেনা| গত শুক্রবার ফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়| এবার জামিন পেয়ে গেলেন রাজীব সাক্সেনা|