লখনউ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের পর এবার মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও জোট বেঁধে লড়বে বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টি। সোমবার যৌথ সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে তিনটি লোকসভা আসনে লড়বে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বাকি ২৬টি আসনে প্রার্থী দেবে বহুজন সমাজ পার্টি। উত্তরাখণ্ডে পাঁচটি লোকসভা আসন রয়েছে সেখানে সমাজবাদী পার্টি একটি আসনে প্রার্থী দেবে এবং বহুজন সমাজ পার্টি তিনটি আসনে লড়বে।
কংগ্রেসকে কার্যত বাইরে রেখে মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে জোট করে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল হিন্দি বলয়ের দু’টি অতি গুরুত্বপূর্ণ দল। এর আগে জল্পনা ছিল উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাইরে রেখে জোট করলেও দেশের অন্যান্য রাজ্যগুলিতে কংগ্রেসের হাত ধরবে সমাজবাদী দল এবং বহুজন সমাজ পার্টি। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে জোট বাঁধলেন অখিলেশ-মায়াবতী। এর আগে উত্তরপ্রদেশে অখিলেশ এবং মায়াবতীর মধ্যে যে জোট হয়েছে তাতে বহুজন সমাজ পার্টি লড়বে ৩৮টি এবং সমাজবাদী পার্টি লড়বে ৩৭টি আসনে।