BRAKING NEWS

চোলাই-কাণ্ড : উজান অসমে নিহতের সংখ্যা বেড়ে ১৫০, গ্রেফতার ২০, বাজেয়াপ্ত ১৫০০ লিটার চোলাই

যোরহাট (অসম), ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : উজান অসমের গোলাঘাটে অবস্থিত শালমারা চা বাগানে বিষাক্ত চোলাই-আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এনিয়ে নিহতের সংখ্যা ১৫০-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে প্রায় সকলেই গোলাঘাট ও পার্শ্ববর্তী যোরহাটের চা শ্রমিক। জানা গেছে, বিষাক্ত চোলাই খেয়ে এ-পর্যন্ত গোলাঘাটের ৯৭ এবং যোরহাট জেলার ৫৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্ৰশাসন অবৈধ দেশি মদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে। অভিযানে ২০ জন বিষাক্ত চোলাই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া, ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে মোট ৯০টি মামলা রুজু করা হয়েছে।

বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়েছে ১৫ হাজার লিটার বিষাক্ত চোলাই।প্রসঙ্গত, পরিশোধিত ভেষজের বদলে অধিক মুনাফার লোভে সাম্প্রতিককালে বিষাক্ত লালিগুড়, ইউরিয়া, পুরনো ছেঁড়া হাওয়াই চপ্পলের টুকরো, নেশা বাড়াতে বিষাক্ত গাছের পাতা, অপরিশোধিত স্পিরিট, অব্যবহৃত ফিটকারি ইত্যাদি ক্ষতিকারক দ্রব্য দিয়ে অসাধু কারবারিরা চোলাই তৈরি করে বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *