BRAKING NEWS

বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক গ্রেফতার

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে গ্রেফতার করা হল। শুক্রবার গভীর রাতে শ্রীনগরের মাইসুমায় নিজের বাসভবন থেকে গ্রেফতার করা হয় ইয়াসিন মালিককে। গ্রেফতারের পর তাকে কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।


এর আগে কাশ্মীরের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী নেতাদের মতো তাঁরও নিরাপত্তা তুলে নেয় প্রশাসন। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা হয়। যার জেরে শহিদ হন ৪৯ জওয়ান। এরপরই উপত্যকাজুড়ে জঙ্গি দমন অভিযান আরও বেশি শক্তিশালী করে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যদিকে ৩৫এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার হবে শুনানি। তাঁর আগেই গ্রেফতার করা হল জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *