নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ কনভয়ে গাড়ি-বোমা নিয়ে জঙ্গি হামলার পর থেকে তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক| আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে বয়কটের রাস্তায় হেঁটেছে ভারত| পুলওয়ামায় জঙ্গি হামলার পরই নয়াদিল্লি শ্যুটিং বিশ্বকাপে দুই পাকিস্তানি শ্যুটারকে ভিসা না দেওয়ার ঘটনা ঘটে| সেই ঘটনার জেরেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কড়া পদক্ষেপ নিল| ভারতর সরকারের তরফ থেকে লিখিত গ্যারান্টি না পাওয়া পর্যন্ত ভারতে আপাতত কোনও আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন হবে না| ভারতের সঙ্গে আপাতত সমস্ত ধরনের আলোচনা স্থগিত রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি|

আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ)-এর তরফে জানানো হয়েছে, ‘ভারতে সম্প্রতি সন্ত্রাসবাদী হামলার কারণে পাকিস্তানি ক্রীড়াবিদরা প্রবেশ ভিসা পাচ্ছেন না| তাই নয়াদিল্লিতে আয়োজিত বিশ্বকাপ জরুরি অবস্থার মুখোমুখি| আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন এবং আয়োজক কমিটি পাকিস্তানি টিমের প্রতি বৈষম্য এড়াতে এবং পরিস্থিতি সমাধানের জন্য সমস্ত ধরনের চেষ্টা করছে|’ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিবৃতি মারফত জানিয়েছে, ‘আমরা শেষ চেষ্টা করেছিলাম| ভারত সরকারের সঙ্গে কথাও বলেছিলাম| কিন্তু, পাকিস্তানি ক্রীড়াবিদদের ভারতে হতে চলা প্রতিযোগিতায় অংশ নেওয়াতে পারিনি| তাই বাধ্য হয়েই অলিম্পিক এগজিকিউটিভ বোর্ড ভারত সরকার এবং ভারতের জাতীয় অলিম্পিক সংস্থার সঙ্গে সব রকমের আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে|’