BRAKING NEWS

পুলওয়ামা হামলা : শহিদ জওয়ানদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবে তেলেঙ্গানা সরকার

হায়দরাবাদ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ তেলেঙ্গানার সিআরপিএফ জওয়ানদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ স্বরূপ ২৫ লক্ষ টাকা করে দেওয়ার অঙ্গীকার করল তেলেঙ্গানা সরকার। শুক্রবার বিধানসভায় পুলওয়ামা জঙ্গি হামলার তীব্র নিন্দা করে এবং শহিদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এদিন এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিন বিধানসভায় পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দা করেছেন অন্যান্য পার্টির সদস্যরাও।


এদিন বিধানসভায় শহিদ জওয়ানদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ স্বরূপ দেওয়া হবে বলে ঘোষণা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ঘোষণার পরে মুখ্যমন্ত্রী বলেন, পুলওয়ামার ঘটনা ভারতবাসী কোনওদিন ভুলতে পারবে না।\”এই জঙ্গি হামলা শুধুমাত্র ভারতীয় সেনা জওয়ানদের ওপর হয়নি, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি গোটা জাতির ওপর একটি হামলা ছিল। আমরা কেউই এই ঘটনা ভুলতে পারব না\”, বলেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিন তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদ দমনে এবার কড়া পদক্ষেপ নিতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এই সব কার্যকলাপকে সম্পূর্ণরূপে বিনাশ করতে হবে। শুধুমাত্র দেখানোর জন্য নয়, দেশের সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধার প্রমাণ দিতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, \”শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার পাশাপাশি তাই রাজ্য সরকার এই অপরিসীম ক্ষতির দিনে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক ক্ষতিপূরণ স্বরূপ ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।\”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *