BRAKING NEWS

পুলওয়ামা হামলার জের : জওয়ানদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আকাশপথেই সিলমোহর স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর কনভয়ে গাড়ি-বোমা নিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৪২-এরও বেশি আধাসেনার জওয়ান| পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলার পর থেকেই দাবি উঠছিল, সড়কপথে নয় আকাশপথেই গন্তব্যে পৌঁছে দেওয়া হোক জওয়ানদের| অবশেষে সেই দাবিতেই সিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| সড়কপথে ট্রাকে করে না নিয়ে গিয়ে এবার থেকে দিল্লি-শ্রীনগর, শ্রীনগর-দিল্লি, জম্মু-শ্রীনগর এবং শ্রীনগর-জম্মু রুটে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে আকাশপথেই|

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কনস্টেবল, হেড কনস্টেবল এবং এএসআই পদমর্যাদার প্রায় ৭৮০,০০০ জন জওয়ান উপকৃত হবেন| জম্মু ও কাশ্মীর থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরার সময় অথবা বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেওয়ার সময় আকাশপথেই গন্তব্যে পৌঁছে দেওয়া হবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী জওয়ানদের| স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, জম্মু-শ্রীনগর-জম্মু সেক্টর এবং দিল্লি-জম্মু, জম্মু-শ্রীনগর, শ্রীনগর-জম্মু এবং জম্মু-দিল্লি সেক্টরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উড়ানের অনুমতি দেওয়া হয়েছে| সূত্রের খবর, আকাশপথে আধাসেনা জওয়ানদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যাপারে গত মঙ্গলবারই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সৱুজ সঙ্কেত আসে| অবশেষে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *