BRAKING NEWS

৪ সপ্তাহের মধ্যে বকেয়া টাকা মেটানোর সুপ্রিম নির্দেশ, অমান্য হলেই ৩ মাসের জেল অনিল আম্বানির

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত হলেন রিলায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানি| অনিল আম্বানি ছাড়াও আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত হয়েছেন আরও দু’জন ডিরেক্টর, যথাক্রমে রিলায়েন্স টেলিকমের চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানি| ৫৫০ কোটি টাকা বকেয়া না মেটানোয় এরিকসন ইন্ডিয়ার দায়ের করা পিটিশনের শুনানিতে অনিল আম্বানি ও দু’জন ডিরেক্টরকে দোষী করেছে সুপ্রিম কোর্ট| শুধু তাই নয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে এরিকসনকে ৪৫৩ কোটি টাকা বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| নির্দেশ অমান্য করলেই ৩ মাসের জন্য জেল খাটতে হবে অনিল আম্বানি এবং আরও দু’জন ডিরেক্টরকে| এখানেই শেষ নয়, অনিল আম্বানি ও দু’জন ডিরেক্টরকে ১ কোটি টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট|


২০১৮ সালের ২৩ অক্টোবর রিলায়েন্স কমিউনিকেশনকে আদালত নির্দেশ দিয়েছিল ১৫ ডিসেম্বর মধ্যে এরিকসনের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে| কিন্তু, ২৩ অক্টোবরের সেই নির্দেশ অনুযায়ী, সময় মতো টাকা মেটাতে পরেনি অনিল আম্বানির সংস্থা| ফলে সুদ সমেত সেই টাকার পরিমাণ এখন ৫৫০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে| প্রাপ্য ৫৫০ কোটি কাটা মেটাচ্ছে না অনিল আম্বানির সংস্থা| এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুইডিশ টেলিকম সংস্থা এরিকসন| বুধবার মামলার শুনানি শুরু হলে সুপ্রিম কোর্টের বিচারপতি আর এফ নরিম্যান ও বিচারপতি বিনীত শরণের বেঞ্চ জানায়, ‘ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করেছেন অনিল আম্বানি|

আগামী ৪ সপ্তাহের মধ্যে এরিকসনের ৪৫৩ কোটি টাকা বকেয়া মিটিয়ে দিতে হবে অনিল আম্বানি ও দু’জন ডিরেক্টরকে| নির্দেশ অমান্য হলেই অনিল ও দু’জনকে তিন মাসের জন্য জেল খাটতে হবে|’ একইসঙ্গে আদালত অবমাননার জন্য অনিল আম্বানি ও দু’জন ডিরেক্টরকে ১ কোটি টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট| আগামী এক মাসের মধ্যে জরিমানার টাকা আদালতে জমা দিতে হবে| অন্যথা হলেই ১ মাসের জন্য জেল খাটতে হবে তাঁদের| প্রসঙ্গত, এরিকসন ইন্ডিয়া শীর্ষ আদালতে পিটিশন দাখিল করে অভিযোগ করেছিল, রাফাল জেট কিনতে বিনিয়োগের জন্য টাকা থাকা সত্ত্বেও, ৫৫০ কোটি টাকার বকেয়া মেটাচ্ছে না অনিল আম্বানির সংস্থা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *