BRAKING NEWS

প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে ভারত সরকার : ইমরান খান

ইসলামাবাদ ও নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): স্বাধীনতার পর সবচেয়ে বড়সড় সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর উপত্যকা| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় প্রাণ হারিয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪২ জনেরও বেশি জওয়ান| পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে প্রত্যেকটি ভারতবাসী| রাজনৈতিক বিভেদ ভুলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছে প্রতিটি রাজনৈতিক দল| প্রত্যেকের মুখে একটাই কথা, ‘পাকিস্তানকে এবার মোক্ষম জবাব ফিরিয়ে দিতেই হবে’| এমতাবস্থায় পুলওয়ামায় জঙ্গি হামলা প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘ভারত সরকার প্রমাণ ছাড়াই অভিযোগ করছে| পাকিস্তান কেন হামলা করতে যাবে? পাকিস্তান স্থিরতা চায়|’

পুলওয়ামা হামলার নেপথ্যে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের হাত রয়েছে, সেটা স্পষ্ট| পুলওয়ামা হামলায় পাকিস্তান যোগও স্পষ্ট| পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিরা হামলা চালিয়েছে, প্রাথমিক তদন্তে সেই তথ্যপ্রমাণও উঠে এসেছে| পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দায় সরব আমেরিকা-সহ বিশ্বের প্রতিটি দেশ| তাই পাকিস্তানের উপর স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে| এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আমার বিবৃতি ভারত সরকারের জন্য| আপনারা কোনও প্রমাণ ছাড়াও পাকিস্তান সরকারকে দায়ী করছেন| ভারত সরকারকে আমি বলতে চাই, হামলার নেপথ্যে পাকিস্তান জড়িত যদি ভারত এমন প্রমাণ দিতে পারে, তবে নিশ্চয়ই ব্যবস্থা নেব|’ পাক প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেছেন, ‘ভারতে হামলা চালিয়ে পাকিস্তানের কি লাভ? পাকিস্তান কেন হামলা করতে যাবে? পাকিস্তান তো স্থিরতা চায়|’ এখানেই শেষ নয়, ভারত-পাকিস্তান যুদ্ধের বার্তা দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আপনারা (ভারত সরকার) যদি ভাবেন যে হামলা করবেন, মনে রাখবেন হামলার যোগ্য জবাব ফিরিয়ে দেব আমরাও| আমরা সবাই জানি যুদ্ধ শুরু হওয়া মানুষের হাতেই, এর পরিণতি কি হতে পারে তা ঈশ্বরই জানেন| তাই আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান উচিত|’পুলওয়ামা জঙ্গি হামলার পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| জাতীর উদ্দেশ্যে ভাষণে একদিকে যখন ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী| অন্যদিকে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন ইমরান খান| যদিও, বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান যদি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চাইতো, তাহলে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাতো না| পুলওয়ামা হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে| কিছু দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘কেউ ষড়যন্ত্র করলে ছাড় পাবে না| একজোট হয়ে মোকাবিলা করতে হবে| প্রতিবেশী দেশ অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যদি তারা মনে করে কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে ভারতে অস্থিরতা তৈরি করবে| তবে, তাদের চরম মূল্য চোকাতে হবে|’ এদিকে, ভারত-পাক সম্পর্ক অবনতির প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *