BRAKING NEWS

পৃথক যান দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু গুরুতর জখম এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে৷ সাব্রুমের জলেফায় একটি বাইক দ্রুত বেগে ছুটে গিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খঁুটির সাথে ধাক্কা দেয়৷ তাতে বাইকের আরোহী সুজিত দাস (২০) এবং বিপ্লব বিশ্বাস (২৩) বাইক থেকে ছিটকে পড়ে যায় ও ঘটনাস্থলেই প্রাণ হারায়৷ অপর এক আহত যুবক ঠাকুরচান দাস (২৫) হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে এগারটা নাগাদ৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ বাইকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ রাজ্যে যান দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলছে৷

ফের যান দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল৷ প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় যান দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যে বিভিন্ন জায়গায় যে সমস্ত যান দুর্ঘটনার খবর আসছে তার মধ্যে বেশিরভাগ সাধারণ মানুষের অসাবধানতার কারণেই হচ্ছে৷ যদি এভাবে চলতে থাকে তা-হলে আগামীদিনে যান দুর্ঘটনা প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে৷ এদিকে সমাজের বুদ্ধিজীবী অংশের জনগণ বলছেন, যতই সড়ক সুরক্ষা আইন সম্পর্কে সচেতনতা শিবির করা হোক না-কেন, সাধারণ মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় ততদিন পর্যন্ত যান দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়৷ আবার আরেক শ্রেণির সাধারণ নাগরিক বলছেন যান দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব অনেক বেশি৷ আজ যান দুর্ঘটনায় ২৬ বছরের এক যুবকের মৃত্যুর খবর চাউর হলে এ ধরনের মতামত আসছে৷ মৃত যুবকের নাম জ্যাকশন ত্রিপুরা৷ জানা গেছে, জোলাইবাড়ির দেবদারুর রাস্তায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারান জ্যাকশন৷ পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের মাথায় হেলমেট ছিল না৷ বিনা হেলমেটে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল সে৷ নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে জ্যাকশন ত্রিপুরা৷ মৃত্যুর খবরে জ্যাকশনের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *