নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোস্টের শৌচাগারে কার্তুজ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সঠিক তথ্য বের করতে পারেনি ধৃত ব্যক্তির কাছ থেকে৷ যদিও ধৃত ব্যক্তিকে আদালতে হাজির করে শনিবার পুলিশ তাকে হেফাজতে নিয়ে আরও জেরা করার অনুমতি পেয়েছে৷
সোনামুড়া থানা সূত্রে শনিবার জানা গেছে, পুলিশ ধৃত আবু সালেমকে (৩০) জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ সত্যিই কি ধৃত আবু সালেম ১৩ রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন চেকপোস্টের শৌচাগারে পেয়েছে না-কি সঙ্গে নিয়ে এসে সেগুলো অন্য কোথাও পাচার করার চেষ্টা করছিল এ ব্যাপারে পুলিশ এখনও সঠিক কোনও উত্তর বের করতে পারেনি ধৃতের কাছ থেকে৷ তবে জেরার মুখে আবু সালেম বার বার একই কথা বলছে সে চেকপোস্টের শৌচাগার থেকে ১৩ রাউন্ড কার্তুজ এবং ম্যাগাজিন পেয়েছে৷ সোনামুড়া থানার পুলিশ জানিয়েছে, সদুত্তর না পাওয়া পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হবে৷ কারণ বৃহস্পতিবার কাশ্মীরের ঘটনার পর চেকপোস্ট থেকে কার্তুজ এবং ম্যাগাজিন পাওয়ার ঘটনায় বিএসএফের উপর মহল বিশেষভাবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে৷
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার পর সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে আবু সালেম নামের এক ব্যক্তিকে ১৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ম্যাগাজিন-সহ আটক করেছিল বিএসএফ৷ ধৃত যুবক বিএসএফকে জানায়, কার্তুজ এবং ম্যাগাজিন চেকপোস্টের শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল৷ সে তা তুলে এনেছে৷