BRAKING NEWS

আত্মরক্ষার্থে ভারতের পাশে রয়েছে আমেরিকা, দোভালকে আশ্বাস বোল্টনের

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন| একইসঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, আত্মরক্ষার্থে ভারত কোনও পদক্ষেপ করলেন আমেরিকা সেক্ষেত্রে পূর্ণ সমর্থন জানাবে| পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জঙ্গি হামলার প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় (১৫ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন|

দোভালকে ফোন করে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করেছেন বোল্টন|
পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়ে জন বোল্টন জানিয়েছেন, ক্রস-বর্ডার সন্ত্রাসবাদ রুখতে এবং আত্মরক্ষার্থে ভারত কোনও পদক্ষেপ করলে সেক্ষেত্রে পাশে আছে আমেরিকা| ভারতকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জন বোল্টন| আমেরিকার সমর্থনের প্রশংসাও করেছেন দোভাল| পাশাপাশি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে আমেরিকা যাবতীয় উদ্যোগ নেবে|


প্রসঙ্গত, এই প্রথম নয়, সন্ত্রাসবাদ নিয়ে এর আগেও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য পাকিস্তানের উপর আর্থিক নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকা| মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের আগে হোয়াইট হাউজের সেক্রেটারি মাইক পম্পে বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানকে উদ্যোগী হতে হবে| সন্ত্রাস মোকাবিলায় আমরা ভারতের পাশে আছি| উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদীরা| জইশ জঙ্গিদের ফিদায়েঁ হামলায় শহিদ হয়েছেন ৪০-এরও বেশি সিআরপিএফ জওয়ান| আহত ও জখমের সংখ্যা প্রচুর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *