বিমানবন্দরে আটক অখিলেশ : রাজ্যপালের দ্বারস্থ সপা-বিএসপি, ২৯৬ জনের বিরুদ্ধে দায়ের মামলা

লখনউ, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য বিশেষ বিমানে ওঠার আগে মঙ্গলবার লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে| সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশকে এমনও বলতে শোনা যায় যে, ‘যা বলার আছে বলুন| গায়ে হাত দেবেন না|’ এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির| এবার বিমানবন্দরে অখিলেশকে আটকে দেওয়ার প্রেক্ষিতে রাজ্যপালের দ্বারস্থ হল সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| বুধবার সকালে রাজভবনে গিয়ে উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সপা-বিএসপি-র যৌথ প্রতিনিধি দলের সদস্যরা (১৫ জনের সদস্য দল)|

বিমানবন্দরে অখিলেশকে আটকে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভা ও লখনউ বিমানবন্দরের বাইরে এবং প্রয়াগরাজে (এলাহাবাদ) বিক্ষোভ প্রদর্শন করেন সমাজবাদী পার্টির নেতা-কর্মী-সমর্থকরা| বিক্ষোভকারীরা কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ| উত্তর প্রদেশ পুলিশ সূত্রের খবর, সমাজবাদী পার্টির বিক্ষোভ-হিংসার ঘটনায় ২৯৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| তাঁদের মধ্যে দু’জন সাংসদও রয়েছেন|

উত্তর প্রদেশ সরকারের বক্তব্য, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ছাত্র সংসদের অনুষ্ঠানে বহিরাগত রাজীনতিকের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিল| মাস দু’য়েক আগে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে সমাজবাদী পার্টির ছাত্র সংগঠন জিতেছে| সভাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অখিলেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন| কিন্তু,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অখিলেশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয়নি| উত্তর প্রদেশ প্রশাসনের বক্তব্য, অখিলেশের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে| তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল| অখিলেশের অবশ্য বক্তব্য, যোগী আদিত্যনাথ সরকার ভয় পেয়ে গিয়েছে, তাই তাঁকে প্রয়াগরাজে যেতে বাধা হয়েছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *