নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ রাহুল গান্ধীর। রাফাল চুক্তিতে অনিল আম্বানির হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দাবি করেছেন তিনি।প্রধানমন্ত্রীর পাশাপাশি রাহুল গান্ধী ক্যাগকেও কটাক্ষ করে চৌকিদার অডিটর জেনারেল বলে অভিহিত করেন। কংগ্রেস সভাপতি বলেন, ‘ক্যাগের রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা এখন প্রশ্নের মুখে পড়েছে। ফ্রান্সে প্রধানমন্ত্রীর সফরের আগেই অনিল আম্বানি ফ্রান্সে গিয়ে তৎকালীন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখাও করেন। এয়ার বাসের এক কর্মী দাবি করেছেন রাফাল চুক্তি হওয়ার দশ দিন আগে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকে অনিল আম্বানি বলেছিলেন তিনি এর বরাত পেতে চলেছেন।
রাফাল নিয়ে প্রধানমন্ত্রীর মৌ চুক্তি স্বাক্ষরের আগে অনিল আম্বানি তা কি করে জানলেন এর কৈফিয়ৎ দিতে হবে খোদ প্রধানমন্ত্রীকে। এর থেকেই প্রমাণিত অনিল আম্বানির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে প্রধানমন্ত্রী। মোদী যা করেছেন তাকে দেশদ্রোহিতা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের শিল্পপতির কাছে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁস করছেন মোদি এর থেকে বড় সংকট আর হতে পারে না। অন্যদেশের চর যে কাজ করে সেই কাজ করেছেন দেশের প্রধানমন্ত্রী।’
কংগ্রেস সভাপতি দাবি করেন যে অনিল আম্বানি রাফাল চুক্তির বিষয়ে খোদ প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ সচিবের আগে থেকে অবগত ছিলেন।