নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : রাফাল নিয়ে পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। প্রতিযোগী কোম্পানীদের হয়ে লবিবাজি করছেন রাহুল গান্ধী। এয়ারবাস থেকে কি করে ই-মেল পেলেন কংগ্রেস সভাপতি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।
এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘দেশকে লুঠ করার ইতিহাস গান্ধী পরিবারের রয়েছে। নরেন্দ্র মোদীর মতো সৎ প্রধানমন্ত্রীকে নির্লজ্জ এবং দায়িত্বজ্ঞানহীনের মতো কংগ্রেস সভাপতি অপমান করে চলেছেন।’
রাহুল গান্ধীকে মিথ্যা কথা বলার যন্ত্র হিসেবে কটাক্ষ করে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘যে ই-মেলের উপর ভিত্তি করে রাহুল গান্ধী এমন অভিযোগ করছে তা হেলিকপ্টার চুক্তি সংক্রান্ত একটি ই-মেল। সেখানে কোথাও রাফাল নিয়ে কিছু বলা নেই। কংগ্রেস সভাপতিকে এমন সব ই-মেল কে দিচ্ছে। বিদেশি কোম্পানিদের হয়ে লবিবাজি করছেন রাহুল গান্ধী। জনগণের সামনে তাঁর মিথ্যা কথার মুখোশ আমরা খুলে দেব।’