BRAKING NEWS

আদালত অবমামনার দায়ে সুপ্রিম কোর্টে তিরস্কৃত এম নাগেশ্বর রাও, ১ লক্ষ টাকা জরিমানা

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কয়েকদিন আগেই বিহারের মুজাফফরপুর হোম কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট| আবাসিক হোমে শিশুদের যৌন হেনস্থার তদন্তে গাফিলতিতে ক্ষুব্ধ শীর্ষ আদালত আদালত অবমাননায় অভিযুক্ত করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে| জবাবদিহির জন্য তলব করা হয়েছিল সিবিআই-এর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওকে| সেই মতো মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে হাজিরা দেন এম নাগেশ্বর রাও| কিন্তু, এদিন সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তিরস্কৃত হলেন নাগেশ্বর রাও| পাশাপাশি আদালত অবমাননার দায়ে সিবিআই-এর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে সর্বোচ্চ আদালত|

এদিন সিবিআই-এর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে জানান, ‘সিবিআই স্বীকার করেছে তদন্তে প্রচুর ভুল ছিল| সিবিআই নিঃশর্তভাবে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাপ্রার্থী| একইসঙ্গে সিবিআই জানাচ্ছে, তাঁরা ইচ্ছাকৃতভাবে এমন করেননি|’ অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ‘আদালত অবমাননার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে| যতক্ষণ আদালতের কাজ চলবে, ততক্ষণ এজলাসের এক কোণায় বসে থাকতে হবে এম নাগেশ্বর রাওকে|’ প্রধান বিচারপতি আরও জানান, ‘আদালত অবমাননা হয়েছে| সুতরাং নাগেশ্বর রাওয়ের কেরিয়ারে দাগ পড়বে|’ এরপরই অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, ‘বিগত ৩২ বছরে নাগেশ্বর রাওয়ের ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে| তাঁর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দিকে নজর রেখে বিচার করা হোক|’


প্রসঙ্গত, অলোক বর্মা এবং রাকেশ আস্থানা নিয়ে জটিলতার সময় সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| দায়িত্ব বুঝে নেওয়ার পরই মুজাফফরপুর আবাসিক হোমে যৌন কেলেঙ্কারির তদন্তকারী অফিসার জয়েন্ট ডিরেক্টর এ কে শর্মাকেও বদলি করা হয়| তখনই এই নিয়ে তুমুল হইচই শুরু হয়| কারণ সুপ্রিম কোর্টে নির্দেশ মতো, শর্মাকে বদলি করা যাবে না| কয়েকদিন আগের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ‘সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল তদন্তকারী অফিসারকে সরানো যাবে না| তাহলে কি ভাবে সরানো হল? এরপরই সিবিআই-কে আদালত অবমাননায় অভিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট| জবাবদিহির জন্য তলব করা হয়েছিল সিবিআই-এর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর এম নাগেশ্বর রাওকে| সেই মতো মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে হাজিরা দিলেন এম নাগেশ্বর রাও| হাজিরা দিয়ে রীতিমতো তিরস্কৃত হলেন এম নাগেশ্বর রাও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *