জয়পুর, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : শিক্ষা ও কর্মক্ষেত্রে ৫ শতাংশ সংরক্ষণের দাবিতে রাজস্থানের সওয়াই মাধোপুরে অব্যাহত গুজ্জরদের প্রতিবাদী আন্দোলন। মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল এই আন্দোলন। গুজ্জর নেতা কিরোরি সিং বইনসলা জানান, \”রাজ্যের মানুষের জন্য আন্দোলন। আমরা পরিষ্কার জানিয়েছি, এবারে জয়পুরে বসে আর কোনও আলোচনা নয়, আলাপআলোচনা যা হবার এখানে সবার সামনে করতে হবে।\” গুজ্জর, রাইকা-রেবারি, গাদিয়া লুহার, বানজারা এবং গাদাড়িয়া সম্প্রদায়ের জন্য ৫ শতাংশ সংরক্ষণের দাবিতে গত শুক্রবার বিকেল থেকে সওয়াই মাধোপুরে কিরোরি সিং বইনসলার নেতৃত্বে শুরু হয়েছে গুজ্জর আন্দোলন।
সওয়াই মাধোপুরে গুজ্জর আন্দোলনের জেরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। আপাতত বুধবার পর্যন্ত এই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ডিসট্রিক্ট কালেক্টর এদিন রেলওয়ে ট্র্যাকে অবরোধ তুলে নেওয়ার জন্য নোটিশ পাঠান গুজ্জর নেতা কিরোরি সিং বইনসলার কাছে। যদিও রাজি হননি গুজ্জর নেতারা। তিনটি ট্রেন বাতিলের পাশাপাশি, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদী আন্দোলনের জেরে আরও দুটি ট্রেনের ট্র্যাক পরিবর্তন করতে হয়েছে এদিন। এদিন চাকসু শহরের ৫২ নং জাতীয় সড়কের প্রায় ৪০ কিলোমিটার রাস্তা আটকে প্রতিবাদ করে গুজ্জররা। \”রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি আমাদের সঙ্গে। ধরনা চলবে\”, জানিয়েছেন কিরোরি সিং বইনসলা।