BRAKING NEWS

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুপারিশে অখিলেশকে প্রয়াগরাজে ঢুকতে বাধা পুলিশের

লখনউ, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে বাধা সপা নেতা অখিলেশ যাদবকে। লখনউ বিমানবন্দর থেকে প্রয়াগরাজের বিমানে ওঠার সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে দেওয়া হয়। যারা জেরে চূড়ান্ত ক্ষুদ্ধ হন তিনি। যদিও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুপারিশ মেনেই অখিলেশ যাদবকে প্রয়াগরাজে ঢুকতে দেওয়া হয়নি।
বাধাপ্রাপ্ত হওয়ার পর বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অখিলেশ যাদব।

তিনি বলেন, ‘যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বাধা দিয়েছে। কোনও রকম লিখিত নির্দেশিকা ছাড়াই আমায় লখনউ বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে।’ পরে এক ট্যুইটবার্তায় অখিলেশ যাদব বলেন, ‘সরকার ভয় পেয়েছে। তাই ছাত্রদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বাধা দেওয়া হয়েছে। বিজেপি বুঝতে পেরেছে এই অবিচার যুব সম্প্রদায় আর মেনে নেবে না।’এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘এলাহাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতে কোনও ভাবে ঢুকতে না দেওয়া হয় অখিলেশ যাদবকে। কারণ সপা নেতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে। সেই কারণেই প্রয়াগরাজ অখিলেশ যাদবকে ঢুকতে দেওয়া হয়নি।’


সপাকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেন, ‘অসামাজিক কাজ করার জন্য কুখ্যাত সপা। প্রয়াগরাজে কুম্ভমেলা চলছে। এই দলটি সেখানে হাঙ্গামা করতে চাইছে।’অখিলেশ যাদব বলেন, ‘লিখিত নির্দেশিকা ছাড়া পুলিশ আমায় বাধা দিয়েছে। বহু জিজ্ঞাসা করা সত্ত্বেও তারা কিছু বলতে পারছে না। যুব সম্প্রদায়ের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাধারা বিস্তার আটকানোর জন্যই বাধা দেওয়া হয়েছে আমাকে। বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হবে দল।’ অন্যদিকে বিজেপি নেতা চন্দ্রমোহন জানিয়েছেন, ‘অখিলেশ মিথ্যা কথা বলছে। সপা এখন হতাশায় ভুগছে। এরকম ধরণের ছলনার প্রতিরোধ করবে বিজেপি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *