BRAKING NEWS

টি-২০ সিরিজ হেরেও ব়্যাঙ্কিংয়ে উঠলেন চায়নাম্যান কুলদীপ যাদব

দুবাই, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হেরে দলগত রেটিং পয়েন্ট খোয়ালেও ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে উঠলেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ বোলারদের তালিকায় তিনি উঠে এসেছেন কেরিয়ারের সেরা দু’নম্বরে৷শুধু বোলারদের ব়্যাঙ্কিংয়েই নয়, ব্যাটসম্যানদের ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়েও এগিয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ানরা৷ প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি রোহিত চলে এসেছেন সাত নম্বরে৷ প্রথম দশের দোরগোড়ায় চলে এসেছেন ধাওয়ান৷ তিনি রয়েছেন এগারো নম্বরে৷টি-২০’র দলগত ব়্যাঙ্কিংয়ে ভারত নিজেদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে৷ তবে ১২৬ থেকে তাদের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪৷ শীর্ষে থাকা পাকিস্তানের (১৩৫) থেকে ভারতের রেটিং পয়েন্টের ব্যবধান এখন ১১ পয়েন্টের৷ কোহলিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা (১১৮)৷

কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে বোলারদের ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে ছিলেন কুলদীপ৷ নিউজিল্যন্ড সিরিজের পর ব্যক্তিগত ব়্যাংকিংয়ে এক ধাপ উঠে আসেন চায়নাম্যান স্পিনার৷ তিনি পিছনে ফেলে দেন পাকিস্তানের শাদব খানকে৷ যথারীতি এক নম্বর জায়গা ধরে রেখেছেন আফগান তারকা রশিদ খান৷ কুলদীপ উন্নতি করলেও ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভারতের আর এক রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহালের৷ ৬ ধাপ নেমে তিনি চলে গিয়েছেন ১৭ নম্বরে৷ ভুবনেশ্বর কুমার ১৮ নম্বর জায়গা ধরে রেখেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *