নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ জলেভাসা-ভান্ডারিমা সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে, প্রশাসনের তরফ থেকে সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ জনমনে ক্ষোভ বিরাজ করছিল৷ শেষ পর্যন্ত শনিবার এলাকার লোকজন নির্মাণ সংস্থা এইচএসসিএল এর ঠিকাদার এস কে ঠাকুরকে ঘেরাও করেছে৷ এই ঘেরাও আন্দোলনের নেতৃত্বে ছিল বিজেপির স্থানীয় মন্ডলের নেতৃত্বরা৷
সংবাদে প্রকাশ, জলেভাসা থেকে ভান্ডারিমা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে৷ যানবাহন চলাচল করতে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে৷ প্রায়শই দুর্ঘটনা ঘটছে৷ এই বিষয়ে বহুবার এলাকার লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছে৷ বারবারই মিলেছে শুধু আশ্বাস৷ কোনভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না৷ শনিবার এইচএসসিএল এর তরফ থেকে রাস্তাটি সরজমিনে পরিদর্শন করার উদ্যোগ নেওয়া হয়৷ সংস্থার ঠিকাদার এস কে ঠাকুর যখন পরিদর্শনের জন্য বের হবেন৷ তখন ডাকবাংলোর সামনে এলাকার লোকজন একত্রিত হন এবং তাঁকে ঘেরাও করেন৷ পরে আশ্বাসের ভিত্তিতে ঘেরাও মুক্ত হন৷