নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : সামনেই লোকসভা নির্বাচন। তার আগে নিজের নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। নিজের নতুন রাজনৈতিক দলের নাম রেখেছেন হিন্দুস্থান নির্মাণ দল।শনিবার রাজধানী দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে নিজের অনুগামীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের রাজনৈতিক দল হিন্দুস্থান নির্মাণ দলের ঘোষণা করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে অন্তত ৪০টি আসনে লড়বে হিন্দুস্থান নির্মাণ দল। প্রবীণ তোগাড়িয়া নিজে লড়বেন অযোধ্যা কেন্দ্র থেকে।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এবার জনগণের সরকার গড়া হবে। কোনও মিথ্যা প্রতিশ্রুতি নয়। সমস্যার যুক্তিপূর্ণ সমাধান করা হবে। ভারতের উন্নতি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং সম্মান রক্ষার জন্য হিন্দুস্থান নির্মাণ দল গড়ে তোলা হয়েছে। নির্বাচনে জিতলে রামমন্দির গড়ে তোলার জন্য সচেষ্ট হবে। কাশ্মীরি পন্ডিতদের পুর্নবাসন, অনুপ্রবেশকারীদের কঠোর পদক্ষেপ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের জন্য সরব হবে দল।’ কৃষিক্ষেত্রে কৃষকদের ঋণ মকুবের জন্য সক্রিয় হবে দল বলে জানিয়েছেন তিনি।