কালাবুরাগি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : কর্ণাটকে জেডি(এস)-কংগ্রেস জোট সরকার ফেলতে সক্ষম হবে না বিজেপি। শনিবার এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে।এদিন কর্ণাটকে কালাবুরাগিতে সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খারগে বলেন, জোট সরকারকে ফেলে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। এমনকি বিধায়কদের নিজেদের দিকে টানারও ব্যবস্থা হয়েছে। অডিও রেকর্ড থেকে তাই প্রমাণিত হয়েছে। সরকার ফেলে দেওয়ার এমন প্রচেষ্টা এর আগেও ঘটেছে। গোয়া, মণিপুর, উত্তরাখন্ডে সরকার ফেলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে বিজেপি।
এখন তারা কর্ণাটককে টার্গেট করেছে। কিন্তু বিজেপি সফল হবে না। কারণ আমাদের কোনও বিধায়কই তাদের ফাঁদে পা দেবে না। এই নির্লজ্জ অপরাধের পেছনে বিজেপি সভাপতি অমিত শাহের হাত রয়েছে।এর আগে সিবিআই তদন্তের দাবি তুলে রণদীপ সিং সুরজেওয়ালা বলেছিলেন, টাকাগুলি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ দিচ্ছিল। এর পেছনে কালো টাকা এবং আর্থিক জালিয়াতি জড়িয়ে রয়েছে। সরকার ফেলে দেওয়ার চেষ্টা যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী? অভিযুক্ত বিজেপি নেতাদের কি প্রধানমন্ত্রী সিপিআই বা ইডি-কে দিয়ে তদন্ত করাবেন।