নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার এবং বৃহস্পতিবার, পর পর দু’দিন প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে চলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরায় যথেষ্ট অস্বস্তিজনক অবস্থায় রয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা| জেরায় ইডি প্রশ্ন তুলেছে, লণ্ডনের বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি যদি না হয়ে থাকেন, তাহলে রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করেছেন কেন? বুধবার এবং বৃহস্পতিবার পরপর দু’দিন জেরা করার পর, রবার্টকে আবারও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এবার শনিবার ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে রবার্টকে|
বুধবার প্রায় ছ’ঘন্টা জেরার পর লণ্ডনে তাঁর বেনামি সম্পত্তির অভিযোগ নিয়ে বৃহস্পতিবারও প্রায় ন’ঘন্টা রবার্টকে জেরা করেছে ইডি| পরপর দু’দিন প্রায় ১৫ ঘন্টা ধরে জেরা করার পর শনিবার আবারও রবার্টকে ডেকে পাঠাল ইডি| রবার্টের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি বেনামে লণ্ডনে ছ’টি ফ্ল্যাট এবং দু’টি বাড়ি কিনেছেন| তবে, রবার্টকে ইডি জেরা করার অনুমতি পেলেও, এখনই গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা| কারণ, চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত রবার্ট বঢরাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|