কুশিনগর (উত্তর প্রদেশ), ৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কুশিনগরে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হল দু’জন ব্যক্তির। কুশিনগরের তার্য সুজন এলাকার ঘটনা। আদৌ বিষমদ খেয়ে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে ওই দু’জন ব্যক্তির, তা জানতে পৃথক দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুশিনগরের তার্য সুজন এলাকায় বিষাক্ত মদ বিক্রির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বিষাক্ত মদ খেয়েই মৃত্যু হয়েছে দু’জনের। তবে, মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যদি সত্যি হয়, তবে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, বিষাক্ত মদ খেয়ে দু’জনের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পৃথক দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রাক্কালে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে নারাজ তদন্তকারীরা।