নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ ধলাই জেলার ছামনু ব্লকের বিভিন্ন এলাকায় তীব্র খাদ্য ও কাজের সংকট দেখা দিয়েছে বলে মনে করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রতন ভৌমিক৷ তিনি ওই ব্লকের জনগণের সাথে কথা বলেছেন এবং তাদের দুঃখ কষ্ট সম্পর্কে অবহিত হয়েছেন৷ অসহায় পাহাড়ী লোকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করতে শ্রীভৌমিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আর্জি জানিয়েছেন একটি চিঠির মাধ্যমে৷
মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রতনবাবু উল্লেখ করেন, গত ত্রিশ জানুয়া বিধানসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে বিরোধীদভুক্ত বিধানসভার চার সদেস্যের এক প্রতিনিধি দল পূর্ব গোবিন্দবাড়ীর নাইসারাম পাড়া, সত্যরাম পাড়া এবং খাকচাং রি গ্রুপিং সেন্টারে গিয়ে স্থানীয় মানুষের সাথে সাক্ষাৎ করা হয়ে৷ সফরকালে বিধায়ক দলের সাথে টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য সহ এডিসির তিন জন প্রতিনিধি ছিলেন৷
প্রথমে নাইসারাম পাড়ার গত ১৮ জানুয়ারী অনাহারের কারণে মৃত্যুমুখে পতিত হওয়া জাপানদা ত্রিপুরার পুত্র সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে বিস্তারিত ভাবে তথ্য সংগ্রহ করা হয়৷ এই ভিলেজ কমিটির ভাইস চেয়ারম্যান সহ এই গ্রামের প্রবীণ-নবীন বিভিন্ন অংশের মানুষের সাথে প্রতিনিধিরা আলোচনা করেন৷ জাপানদা ত্রিপুরার মৃত্যুর প্রকৃত কারণসহ এলাকার আর্থিক অবস্থা, কাজকর্ম, খাদ্য ইত্যাদি নিয়ে আলোচনা হয়৷ এখান থেকে প্রতিনিধি দলটি আঠার কিলোমিটার (সত্যরাম পাড়া) এবং খাকচাংকামী (রি-গ্রুপিং ভিলেজ) এর বাসিন্দাদের সাথে কথা হয়
সামগ্রিক আলোচনা থেকে জানা গেছে ছামনু ব্লক এলাকায় কাজ এবং খাদ্যের খুবই সমস্যা চলছে৷ এলাকায় গত কয়েক মাস ধরে অর্ধাহার, অনাহার লেগেই রয়েছে৷ জাপানদা ত্রিপুরার মৃত্যুর কারণ দীর্ঘদিন ধরে অর্ধাহার এবং অনাহার৷
এই পরিস্থিতিতে প্রতিনিধি দলের পক্ষ থেকে কিছু বিষয় উল্লেখ করে মখ্যমন্ত্রীর কাছে দাবী জানানো হয়েছে ব্যবস্থা গ্রহণ করার জন্য৷ প্রতিনিধি দলের পক্ষে রনত ভৌমিক মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, অবিলম্বে সমগ্র ছামনু ব্লক এলাকায় রেগা সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত দপ্তর সমূহের মাধ্যমে এলাকার মানুষের জন্য কাজের ব্যবস্থা করা৷ আগামী কয়েক মাসের জন্য এই ব্লক এলাকায় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করা৷ যেখানে পূর্বেও এই এলাকায় এই সময়ে টেঙ্কারের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হতো অবিলম্বে সেই ব্যবস্থা চালু করা৷ প্রয়াত জাপানদা ত্রিপুরার পরিবারকে অবিলম্বে আর্থিক ভাবে সাহায্য করা৷ ছামনু থেকে গোবিন্দবাড়ী সড়কটির দ্রুত সংস্কারের দাবী জানানো হয়েছে চিঠির মাধ্যমে৷