BRAKING NEWS

দিদির দাদাগিরির উপর লাগাম টেনেছে সুপ্রিম কোর্ট, মমতাকে কটাক্ষ স্মৃতির

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : সিবিআই-কলকাতা পুলিশ দ্বন্দ্ব নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। দিদির দাদাগিরির উপর আজ লাগাম টেনেছে সুপ্রিম কোর্ট বলে দাবি করেছেন তিনি।মঙ্গলবার রাজধানী দিল্লিতে সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি বলেন, ‘আজ যে রায় দেওয়া হয়েছে আমরা তাকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা প্রতিবাদ ও ধরনার অভিনয় খসে পড়েছে। যারা চিটফান্ড দুর্নীতি করে গরিবের টাকা লুঠ করেছে ধরনা করে তাদের বাঁচাতে চাইছে মুখ্যমন্ত্রী।’অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন। এই প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, রাজনৈতিক ঐতিহাসিকরা স্তবদ্ধ হয়ে পড়েছে। পরাজিত হওয়া সত্ত্বেও নৈতিক জয় দাবি করে আদতে দ্বিচারিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছেন, চিটফাণ্ড মামলায় সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে| কলকাতা অথবা দিল্লি নয়, মেঘালয়ের রাজধানী শিলংয়ের নিরপেক্ষ স্থানে সিবিআই-এর দফতরে রাজীব কুমারকে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে| মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি| এযাবত্ গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে| পরবর্তী শুনানিতে রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতে|পাশাপাশি সিবিআই-এর অবমাননাকর আবেদনের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত| আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং রাজ্য সরকারকে নিজেদের বক্তব্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে| তাঁদের জবাব খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি| সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ধর্নামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘এই রায়ে আমাদের নৈতিক জয় হল| রাজীব কুমার কখনই বলেননি তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন না|’


সারদা চিটফাণ্ড মামলার তদন্তে অসহযোগিতা করছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| এমনকি সিবিআই-এর তদন্তে বাধাও দিচ্ছেন তিনি| সিবিআই আধিকারিকদের হেনস্থা, চিটফাণ্ড তদন্তে বাধা দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে সোমবার সকালেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই| সুপ্রিম কোর্টে মঙ্গলবার সিবিআই-এর হয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল| শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল জানান, ‘রাজীব কুমার রাজ্য গঠিত সিট-এর প্রধান ছিলেন|’ পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙঘি বলেছেন, ‘শুধুমাত্র অপমান করতেই সিবিআই এই কাজ করেছে| কি এমন জরুরি প্রয়োজন ছিল? বিগত ৫ বছরে কোনও এফআইআর নেই| ভারতীয় দণ্ডবিধির ২০১ নম্বর (তথ্য প্রমাণ নষ্ট) ধারায় রাজীব কুমারের বিরুদ্ধে একটিও এফআইআর নেই|’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *