নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবাসরীয় সকালে শৈত্যপ্রবাহ অব্যাহত রাজধানী দিল্লিতে। শীতের দাপটে জবুথবু দিল্লিবাসী। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। এদিন সকাল ৯টা পর্যন্ত দিল্লির এয়ার কুয়ালিটি ইনডেক্সের মাত্রা ছিল ৩২২। যা ভয়াবহ। সকাল ৮টা ৩০নাগাদ বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।
কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হওয়ার কারণে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। যার জেরে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। অন্যদিকের আগুন জ্বালিয়ে তীব্র শীতের হাত থেকে বাঁচার জন্য সচেষ্ট সাধারণ মানুষ। পথবাসীরা শীতের হাত থেকে বাঁচার জন্য রাতে নৈশ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে। বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে সাধারণ নাগরিকদের স্বাস্থ্যহানি হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মুখে মাক্স পরে রাস্তায় বেরোনোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা ।