হাজিপুর, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবাসরীয় ভোরে ভয়াবহ রেল দুর্ঘটনা বিহারে। লাইনচ্যুত জোগবানি-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের নয়টি বগি। নিহত ১৩। আহত বহু। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির ভেতরে এখনও আটকে রয়েছে একাধিক যাত্রী। উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ-কে।এদিন ভোর ৩টে ৫৮ মিনিট নাগাদ বৈশালী জেলার সাহাদাই বুজরুং স্টেশনের কাছে ট্রেনটি নয়টি বগি লাইনচ্যুত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১৩। পাশাপাশি গুরুতর আহত ২৫-এর বেশি যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি আটকে রয়েছে বহু যাত্রী। উদ্ধার কাজ এখনও চলছে। লাইনচ্যুত নয়টি বগির মধ্যে তিনটি স্লিপার ক্লাস, একটি সাধারণ শ্রেণী এবং একটি শীতাতপনিয়ন্ত্রিত বগি রয়েছে।
সোনপুর এবং বারাউনি থেকে চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়েছে। উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে। লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটি দ্রুত গতিতে হাজিপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার বিকট শব্দ এবং যাত্রীদের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। উদ্ধার কাজে তৎপর হয় রেল। দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছান ডিআরএম, পূর্ব মধ্য রেলওয়ের জেনারেল ম্যানেজার সহ রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। পাশাপাশি বৈশালীর জেলাশাসক, পুলিশ সুপারও ঘটনাস্থলে যান। স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার ঘটনার দুই ঘন্টারও বেশি সময়ে পরে উদ্ধার কাজ শুরু হয়। এনডিআরএফ এবং এসডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে।