ওয়েলিংটন, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে ফের ব্যাটিং বিপর্যয় ভারতের। প্রথম ১০ ওভারে মাত্র ২২ রানে চার উইকেট খুইয়ে ধুঁকছিল ভারতীয় ব্যাটিং লাইনআপ। এমন পরিস্থিতির থেকে দলকে টেনে তোলেন আম্বাতি রায়ডু এবং বিজয় শঙ্কর। পঞ্চম উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলে দুইজনে। রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে ৪৫ রানে আউট হতে হয় বিজয় শঙ্করকে। সে সময় স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ ১১৬ রান। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দশম অর্ধশত রান করেন আম্বাতি রায়ডু। ক্রিজে কেদার যাদব কে নিয়ে ব্যাটিং করছেন রায়ডু।
রবিবার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ম্যাথিউ জেমস হেনরি এবং ট্রেন্ট বোল্টের দাপটে প্রথম দশ ওভারেই চার উইকেট হারায় ভারত। ২ রানে ভারত অধিনায়ককে প্যাভিলিয়নে পাঠান ম্যাথিউ জেমস হেনরি। দায়িত্বজ্ঞানহীন ভাবে শট খেলে ট্রেন্টের বলে ম্যাথিউ জেমস হেনরিকে ক্যাচ দিয়ে আউট হন শিখর ধাওয়ান। নবাগত শুভম গিলকে ৭ রানে ফেরান ম্যাথিউ জেমস হেনরি। ১ রানের মাথায় মহেন্দ্র সিং ধোনিককে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৫৫ রান।