BRAKING NEWS

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, ৬.০ তীব্রতার কম্পন সুমাত্রা রিজিওন-এ

জাকার্তা, ২ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা রিজিওন| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল ৯.২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী ২.৫৭ মিনিট) ৬.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা রিজিওন| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতকর্তা|


ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল দক্ষিণ সুমাত্রা রিজিওনে| ২.৮ দক্ষিণ অক্ষাংশ এবং ১০০.৬ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| প্রশাসন সূত্রের খবর, জোরালো ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *