BRAKING NEWS

সাফল্য এসটিএফ-এর, কেরল থেকে গ্রেফতার বর্ধমান বিস্ফোরণ মামলার আরও এক জেএমবি জঙ্গি

তিরুবনন্তপুরম ও কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি.স.): বর্ধমান বিস্ফোরণ মামলার আরও এক জঙ্গিকে কেরল থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)| কেরল পুলিশ এবং কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ উদ্যোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর এক জঙ্গিকে| ধৃত জঙ্গির নাম হল, আব্দুল মতিন| শুক্রবার কেরলের মাল্লাপুরম গ্রেফতার করা হয়েছে জেএমবি জঙ্গি আব্দুল মতিনকে| ধৃত জঙ্গির বাড়ি অসমের বড়পেটা জেলার চাপরবোরী থানার অন্তর্গত করাগরাইগাঁওয়ে| বর্ধমান বিস্ফোরণের সময় অন্যান্য জঙ্গিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিল আব্দুল মতিনও| বিস্ফোরণের পরই পালিয়ে যেতে সক্ষম হয় সে|

অবশেষে গ্রেফতার করা সম্ভব হল জেএমবি জঙ্গি আব্দুল মতিনকে| কলকাতা পুলিশের এসটিএফ সূত্রের খবর, কেরল পুলিশ এবং কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ উদ্যোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে জেএমবি জঙ্গি আব্দুল মতিনকে| ধৃত জঙ্গিকে ৮ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় নিয়ে আসছে কলকাতা পুলিশের এসটিএফ|
এসটিএফ সূত্রের খবর, বর্ধমান বিস্ফোরণ মামলার অন্যান্য অভিযুক্তদের মতোই সিমুলিয়া মাদ্রাসা এবং মোকিমনগর মাদ্রাসা থেকে প্রশিক্ষণ নিয়েছিল আব্দুল মতিন| ২০১০ সালে কালিয়াচকের শেরশাহ মাদ্রাসা থেকে পড়াশোনা করার সময় থেকে সক্রিয় জেএমবি সদস্য আব্দুল| নাসিরুল্লাহ, মৌলাহা ইউসুফ, সৈইদুল, জাহিদুল, সৈকুল-সহ অন্যান্যদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ধৃত জঙ্গি আব্দুল মতিন| বিস্ফোরণের পর সে পালিয়ে গেলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়ে গেল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *