নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে দেশজুড়ে ফের উর্দ্ধমুখী পেট্রোল ও ডিজেলে দাম। বুধবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১৩ পয়সা বেড়ে হয়েছে ৭১ টাকা ২৭ পয়সা। ডিজেলের দাম ১৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯০ পয়সা।

এদিন বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম ১৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা ৫৮ পয়সা। অন্যদিকে ২ পয়সা বেড়ে বেড়ে ডিজেলের দাম হয়েছে ৬৮ টাকা ৫৩ পয়সা। টাকার তুলনা ডলারের দাম ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম। দেশের সিলিকন সিটি বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ৪ পয়সা বেড়ে হয়েছে ৭৩ টাকা ৬৬ পয়সা। ডিজেলের দাম ৩ পয়সা বেড়ে হয়েছে ৬৮ টাকা ১১ পয়সা।