নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি ৷৷ রাজ্য এবং জাতীয় স্তরের রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ তাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির কথা জানায়৷ এদিনই জিএমপি নেতা কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন৷ আগামী ২৭ জানুয়ারি থেকে আপাতত ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিকবাবে আন্দোলনে যাবে জিএমপি৷ এব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে দলের পক্ষে রাধাচরণ দেববর্মা জানিয়েছেন, এই দিনগুলিতে এডিসির প্রতি যে আর্থিক বঞ্চনা করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ছোট এবং মাঝারি স্তরের জনসভা করবে জিএমপি৷ এছাড়াও রেগায় ২০০ দিনের কাজ সহ ৩৪০ টাকা মজুরি প্রদানের মতো বিষয়, বেকারদের কর্মসংস্থান সহ মুখ্যমন্ত্রী সচিবালয়ে যে ১০ জনকে কোনও ধরনের ইন্টারভুই ছাড়া, কোনও ধরনের সংরক্ষণ নীতি না মেনে নিয়োগ করা হয়েছে তারও তীব্র প্রতিবাদ জানাবে তারা৷

তিনি জানান, সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে এখন৷ এই পরিস্থিতিতে আন্দোলনমুখী হওয়া ছাড়া বিকল্প কোনও পথ দেখছেন না তারা৷ তাঁর কথায়, গত ৩ তারিখের পর থেকে রাজ্যে সন্ত্রাসের আবহ বিরাজ করে আসছে৷ কিছুদিন এক আধটু কম থাকলেও এখন আবার ভিলেজ কমিটি উপনির্বাচনকে কেন্দ্র করে জোর করে নির্বাচিত সদস্যদের পদত্যাগ করানোর একাট হিড়িক পড়েছে৷ গণতন্ত্রের পক্ষে বিষয়টি অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন তিনি৷ তাঁর হিসেবে মোট ৫৮৭টি ভিলেজ কমিটির মদ্যে ৪৪৪৭টি আসন রয়েছে৷ যার মধ্যে ৯৭৬ টি আসনে নির্বাচিত প্রার্থীদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে৷ অন্যদেরও প্রায় একই কায়দায় চাপ সৃষ্টি করা হচ্ছে৷
এদিন কাজ এবং খাদ্যের অভিযোগে ফের মুখ খুললেন রাধা৷ তিনি বললেন, কাঞ্চনপুর, গন্ডাছড়া, লংতরাইভ্যালি এলাকায় এর তীব্রতা দেখা দিয়েছে৷ ইতিমধ্যেই ছামনু এলাকার নবছিরাম পাড়ায় খাদ্যাভাবে ১ জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান৷ এ ধরেনর অবস্থা শুধু নির্দিষ্ট এই এলাকাগুলিতে নয়৷ অন্যান্য আরও বেশ কিছু এলাকায়ও একই অবস্থা বলে তিনি জানান৷ সরকারিভাবে রেগা নিয়ে যে তথ্য প্রদান করা হয়, তার সাথে বাস্তবে কোনও মিল নেই বলেই তিনি অভিযোগ আনেন৷
এব্যাপারে মুঙ্গীয়াকামি এলাকায় সেখানখার বিধায়ক ডা অতুল দেববর্মার সাথে কথা বললে তিনি নাকি বলেছেন, দিল্লিতে সাময়িক কিছু সমস্যার জন্য শুধুমাত্র এই এলাকারই প্রায় কোটি টাকা আটকা পড়েছে৷
কৃষকদের কাছ থেকে সরাসরি দেড়গুণ সহায়ক মূল্যে ধান ক্রয়ের ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন রাধাবাবু৷ আডও বলেছেন, ঢাকঢোল পিটিয়ে ধান ক্রয়ের যে খবর ছড়ানো হচ্ছে তা তিনি এডিসিতে লক্ষ্য করতে পান না৷ শুখা মরশুমে রাস্তাঘাটের সংস্কারের কাজে হাত লাগানো সহ রবারের ক্ষেত্রে ক্রমেই দাম কমে যাবার বিষয় গুলি নিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন৷ এছাড়াও সামাজিক ভাতা, ,নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার, মাধুরবাড়ি ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সহ ককবরক ভাষাকে অষ্টম তপঢ়িসের অন্তভুক্ত করার মতো বিষয় গুলিও জিএমপি তাদের আন্দোলনের মধ্যে তুলে ধরবে৷
জিএমপি সভাপতি, সাংসদ জীতেন্দ্র চৌধুরী সম্প্রতি কৈলাসহরে ঘটে যাওয়া একটি সংখ্যালঘু পরিবারের ধর্ম নিরপেক্ষতায় বিজেপি আশ্রিতদের হস্তক্ষেপের অভিযোগ এনেছেন৷ সহসাই সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিতে বলেন৷ পেনশন নিয়ে সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন, ভিন্ন মন্ত্রীর ভিন্ন তথ্য থাকছে এখন৷ এছাড়াও সংবিধানের অনুচ্ছেদ ১৪ এবং ১৫ সংশোধনী না করিয়ে নিয়োগনীতিতে অর্থনীতির বিষয়কে আনা হয়েছে৷ এ ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ পাশাপাশি বলেন, বর্তমান সময়ে কোনও পরিবারে অঙ্গনওয়াড়ি কর্মী থাকলে সেই পরিবারে থাকবে না কোনও ভাতা৷ অর্থাৎ সর্বাধিক ৭২ হাজার টাকা বাৎসরিক আয়ের ভাতা বন্ধ এই সরকারের৷ অথচ মোদি সরকার বলছে ৮ লক্ষ টাকার বাৎসরিক আয় পর্যন্ত বিপিএল এর সীমা৷ একেমন কথা? সরাসরি বিজেপিকে তাই জুমলা বলে আখ্যা দিলেন ফের৷