নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): আসতে না পারলেও, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাবেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কলকাতায় ১৯ জানুয়ারির সমাবেশের আগেই তৃণমূল নেত্রীর \”বিরোধী ঐক্য প্রদর্শন\”-কে সমর্থন জানিয়ে কংগ্রেস সভাপতি জানিয়েছেন ঐক্যবদ্ধ ভারত গঠনের ক্ষেত্রে শক্তিশালী বার্তা দেবে ব্রিগেডের এই বিরোধী ঐক্য। বিশেষ কারণে ব্রিগেড জনসমাবেশে আসতে পারছেন না রাহুল গান্ধী, তবে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে।তৃণমূল নেত্রীকে দেওয়া একটি চিঠিতে তিনি লেখেন, \”আমাদের আদর্শ রক্ষা করতে পশ্চিমবঙ্গের মহান মানুষেরা সবসময়ই অগ্রগামী। আগামীকালের সভার জন্য মমতা দিদির প্রতি আমার সমর্থন রয়েছে। আশা করি আমরা ঐক্যবদ্ধ ভারতের দৃঢ় বার্তা দিতে পেরেছি।\” এদিন একটি ফেসবুক পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, \”আমার বিশ্বাস বিরোধীরা আজ ঐক্যবদ্ধ।

সত্যিকারের জাতীয়তাবোধ ও উন্নয়নই পারে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ গুলিকেই ধ্বংস করতে চাইছেন।\” মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠি ও সোশ্যাল মিডিয়ার পোস্টটিতে তিনি লেখেন, \”মোদী সরকারের মিথ্যা প্রতিশ্রুতি দেখে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে লক্ষ লক্ষ ভারতবাসীর মনে। এই বিরোধী ঐক্য একটি নতুন আগামীর আশা করে। যেখানে ধর্ম, অর্থনৈতিক অবস্থা ও অঞ্চল নির্বিশেষে ভারতের প্রতিটি পুরুষ, নারী এবং শিশুর মতামত শোনা হবে, তাকে গুরুত্ব দেওয়া হবে।\”উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই বিরোধী রাজনৈতিক দলের ঐক্যমঞ্চ হিসেবে তুলে ধরতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শনিবার, ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসছেন কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে| এছাড়াও কাশ্মীর থেকে উত্তর প্রদেশ, বিহার, কর্ণাটক প্রতিটি রাজ্য থেকে হেভিওয়েট নেতারা আসছেন মমতার সভায়| আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সপুত্র অজিত সিং, ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অরুণ শৌরি, যশোবন্ত সিনহা, এম কে স্ট্যালিন, বাবুলাল মারাণ্ডি, হার্দিক প্যাটেল, জিগনেশ মেওয়ানি, শরদ পওয়ারের মতো জাতীয় স্তরের প্রায় সমস্ত বিরোধী নেতাই|