BRAKING NEWS

দল ছুট হাতির তান্ডবে নাজেহাল চন্দ্রকোনা, ফ্রিজ ভেঙ্গে ফল খেল হাতি

চন্দ্রকোনা, ৭ জানুয়ারি (হি.স.) : পশ্চিম মেদিনীপুরে হাতির পাল বিভিন্ন জঙ্গলগুলিতে রয়েছে ৷ তাদের লাগাতার তান্ডব ছাড়াও রেসিডেন্সিয়াল ও দলবিচ্ছিন্ন হাতির তন্ডবে নাজেহাল জঙ্গলমহলের বাইরের এলাকার বাসিন্দারাও ৷রবিবার রাতে চন্দ্রকোনা টাউন এর পাশপাশি গ্রামে তান্ডব চালালো দুটি দল বিচ্ছিন্ন হাতি ৷ বাড়িঘর ভাঙচুর ছাড়াও দোকানে ঢুকে ফ্রিজ ভেঙ্গে ফল বের করে খেলো তারা ৷ আতঙ্ক চরমে ৷গ্রামের বাড়িঘর লুঠ করে খাওয়ার পরে ভূষিমাল দোকানের দরজা ভেঙে, ফ্রিজ ভেঙে ফল বের করে খেলো হাতি ৷ এরপর দোকানে রাখা বিভিন্ন সামগ্রীও লুঠ করে খেয়েছে তারা ৷ আতঙ্কিত গ্রামবাসীরা হাতির তান্ডব দেখে ভয়ে বের হয়নি ভাঙচুর রুখতে ৷ ঘটনাটি ঘটে রবিবার রাত বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের ঘোষখিরা, শিরসা সহ একাধিক এলাকায়। বেশ কিছু দিন ধরে চন্দ্রকোনা টাউনের ধামকুড়া জঙ্গলে দুইটি দল ছুট দাঁতাল হাতি তান্ডব চালাচ্ছে ।আলু ও সব্জির জমি গুলি নষ্ট করার পরে লোকালয়ে খাবারের খোঁজে তাদের তান্ডব অব্যহত ৷ মাঠের জমিতে ফসল খাওয়ার সঙ্গে সঙ্গে সাবমার্সিবল ও পাম্প হাউসগুলিও ভেঙ্গে নষ্ট করছে হাতির পাল ৷


রবিবার রাত বারোটা নাগাদ শিরসা গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্র ভেঙে চাল খায় দুটি হাতি ৷ পরে পাশের কয়েকটি বাড়িতেও হামলা চালায় খাবারের খোঁজে ৷ শেষমেষ একটি বড় মুদির দোকানে লোহার দরজা ভেঙে হাতির দলটি তাণ্ডব চালায়। দোকানের ভেতরে মুদির সামগ্রী ছড়িয়ে খায় তারা ৷পরে দোকানে রাখা চালু থাকা ফ্রীজ ভেঙে উল্টে ভেতরে থাকা ফল ও অন্যান্য জিনিস খায় ৷ দোকানদার জানায়-ওই ফ্রিজে ছিল বিভিন্ন ফল ৷ সেই ফলগুলি সব বের করে খেয়েছে হাতিরা ৷ নষ্ট মুদি সামগ্রী ৷পাশপাশি ক্ষতি করেছে খামারের ধান ও আলু ক্ষেত, দোকানে থাকা জিনিসপত্র ৷ লাগাতার হাতির তাণ্ডবে অতিষ্ট চন্দ্রকোনার বিস্তীর্ন অংশ, লন্ডভন্ড করল এলাকা। আতঙ্কিত বাসিন্দাদের প্রশ্ন – মাঠে ও জঙ্গলে খাবারের অভাবে হাতিরা রোজই গ্রামে তান্ডব করলে মানুষ বসাবস করবে কিভাবে ৷ বনদফতর অবশ্য ক্ষয়ক্ষতির হিসেব করে ক্ষতিপূরনের ব্যাবস্থা করছে ৷ সেই সঙ্গে হাতি গুলিকে তাড়াতে উদ্যোগ নিয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *