BRAKING NEWS

অশান্তি অব্যাহত কেরলে, পৃথক হিংসার ঘটনায় গ্রেফতার ২০ জন অভিযুক্ত

তিরুবনন্তপুরম, ৫ জানুয়ারি (হি.স.): শবরীমালা মন্দিরে ঋতুমতী দু’জন মহিলার প্রবেশকে ঘিরে এমনিতেই উত্তাল দক্ষিণ ভারতের রাজ্য কেরল| এমতাবস্থায় কয়েক ঘন্টার ব্যবধানে কেরলের সিপিআই (এম) বিধায়ক এবং বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল| পৃথক ঘটনার তদন্তে নেমে ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে কেরলের কান্নুর জেলায় সিপিআই (এম) বিধায়ক শামশেরের বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| বোমার আঘাতে সিপিআই (এম) বিধায়কের বাসভবনের জলের ট্যাঙ্কার-সহ বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে|


এই ঘটনার কয়েক ঘন্টা পরেই কান্নুরের খালাসারিতে নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্যসভার সাংসদ ভি মুরলীধরন| সেই সময় বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়| পৃথক ঘটনার হতাহতের কোনও খবর নেই| তবে, নতুন করে উত্তেজনা ছড়ায়| উভয় হিংসার ঘটনার তদন্তের নেমে মোট ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ|উল্লেখ্য, ইতিহাস রচনা করে কেরলের শবরীমালা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছেন কনকদূর্গা এবং বিন্দু নামে দু’জন মহিলা| শবরীমালা মন্দিরের গর্ভগৃহে পেঁৗছে আয়াপ্পা স্বামীর পুজোও দিয়েছেন কনকদূর্গা এবং বিন্দু| যা ইতিহাস রচনা করেছে| কিন্তু, পঞ্চাশ বছরের নীচে দু’জন মহিলার শবরীমালা মন্দিরে প্রবেশকে ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে এখনও উত্তাল দক্ষিণ ভারতের রাজ্য কেরল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *