নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি ৷৷ ম্যাজিক ও ট্রিপার মুখোমুখি সংঘর্ষে ছয় জন আহত হয়েছে৷ তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷
বৃহস্পতিবার বিকাল আনুমানিক চারটা নাগাদ পানিসাগর থানার অন্তর্গত দশের খঁুটি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, ধর্মনগর মহেশপুর চা বাগান থেকে পিকনিক সেরে টিআর ০২ এ ২৪৭০ ম্যাজিক গাড়িটি পানিসাগর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা টিআর ০৬ ১৬৪৬ ট্রিপার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ম্যাজিক গাড়ির পাঁচজন গুরুতর আহত হন৷

তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ খবর পেয়ে পানিসাগর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে প্রথমে তিলথৈ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ পরে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশ জানিয়েছে, রূপম দাস ও দ্বীপ দেবনাথের অবস্থা আশঙ্কাজনক৷ তাদের মুখে প্রচন্ড আঘাত লেগেছে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের আগরতলায় স্থানান্তরের চিন্তা ভাবনা করছেন চিকিৎসকরা৷