টিআইটির অব্যবস্থা দেখে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, বিনা অনুমতিতে অনুপস্থিত ৬৯ জনকে শোকজ নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ কারিগরি শিক্ষায় নানা অনিয়ম দেখে ভিষণ অবাক হলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সোমবার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ পরিদর্শনে গিয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত অধ্যাপক ও অশিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন তিনি৷ পাশাপাশি, প্রাইভেট টিউশনি বন্ধ করার জন্য অধ্যাপক-অধ্যাপিকাদের সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী৷ তিনি এই কলেজে শিক্ষার হাল দেখে ভীষণ হতাশ হয়েছেন এবং এধরনের অব্যবস্থা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেছেন৷
এদিন সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিক্ষামন্ত্রীকে সাথে নিয়ে নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ পরিদর্শনে যান৷ সেখানে বিভিন্ন নির্মাণ সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী৷ সমস্ত কাজকর্মের খোজখবর নিয়ে ফিরে আসার পর বিকেলে শিক্ষামন্ত্রী পুণরায় কলেজ পরিদর্শনে যান৷ মূলত, তিনি ওই কলেজে পঠন-পাঠনের খোজখবর নিতে গিয়েছেন বলে জানা গেছে৷
শিক্ষামন্ত্রী এদিন কলেজে গিয়ে দেখেন বিনা অনুমতিতে অনেকেই অনুপস্থিত রয়েছেন৷ জানা গেছে, এদিন কলেজে অধ্যাপক ও ল্যাব এটেন্ডেন্ট মিলে ১৮৫ জনের মধ্যে ৪১ জন বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন৷ তাছাড়া, অশিক্ষক ১০৫ জনের মধ্যে ২৮ জন বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন৷ শিক্ষামন্ত্রী তাঁদের কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন৷
এদিকে, কলেজ থেকে পাশ করার কতজনের চাকুরী হয়েছে সে বিষয়েও খোজ নিয়েছেন শিক্ষামন্ত্রী৷ কলেজ কর্তৃপক্ষ এবিষয়ে কোন তথ্য দিতে পারেননি৷ আদৌ কেউ চাকুরী পেয়েছেন কিনা সেই তথ্যও কলেজ কর্তৃপক্ষের কাছে ছিল না৷ তাতে, শিক্ষামন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন এবং বিষয়টি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, ডিগ্রি নেওয়ার চাকুরী হয়েছে কিনা তার খবর রাখা কলেজের অত্যন্ত জরুরী৷ তবেই, বোঝা যাবে এই কলেজ থেকে পড়াশুনা করে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন৷
এদিকে, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ম্যাথ এবং ফিজিক্স বিষয়ের অধ্যাপকরা প্রাইভেট টিউশন নেন বলে শিক্ষামন্ত্রী জানতে পেরেছেন৷ শুধু তাই নয়, কলেজের অধ্যাপকদের কাছে প্রাইভেট টিউশন না নিলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভাল নম্বর পান না, এমনই অভিযোগ পেয়েছেন শিক্ষামন্ত্রী৷ তাই তিনি সকলকে প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ দিয়েছেন৷ প্রাইভেট টিউশন বন্ধ না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *