নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : মিথ্যা বারবার বললে তা সত্যিতে পরিণত হয় না। লোকসভায় রাফাল ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ করে এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
সোমবার লোকসভার অধিবেশনে রাফাল নিয়ে কেন্দ্রকে ঠেস দিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে বলেন, রাফাল চুক্তি করে নিজেদের বন্ধুদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এর পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, মিথ্যা বারবার বললে তা সত্যিতে পরিণত হয় না। রাফাল নিয়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত। কিন্তু তারা (কংগ্রেস) আলোচনা থেকে পালাচ্ছে।
এদিন মল্লিকার্জু খারগে বলেন, ইউপিএ সরকার প্রতিটি বিমানের জন্য যে দামের ভিত্তিতে চুক্তি করেছিল। এনডিএ সরকার বন্ধু শিল্পপতিদের সুবিধা করে দিতে তিনগুণ বেশি দাম দিয়েছে। রাফাল চুক্তি ৩০,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাফালের তদন্তের জন্য অবিলম্বে যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান তিনি।
এরপর কংগ্রেস নেতাদের হই হট্টগোলের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন অধ্যক্ষা সুমিত্রা মহাজন।