নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : শীতে জবুথবু রাজধানী দিল্লি। শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৫। গোটা উত্তর ভারতে শৈত্যপ্রবাহের প্রভাব গিয়ে পড়েছে দিল্লির উপর। ঘন কুয়াশার ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে দিল্লিতে। কম দৃশ্যমানতার ফলে সকালে প্রায় ১৫টি ট্রেন দেরিতে ছাড়ে। বিক্রমশীলা এক্সপ্রেস, জয়নগর আনন্দ বিহার গরিব রথ এক্সপ্রেস, কাশি বিশ্বনাথ এক্সপ্রেস যথাক্রমে পাঁচ ঘন্টা, চার ঘন্টা এবং তিন ঘণ্টা দেরিতে চলেছে। পাশাপাশি পুরোশত্তম এক্সপ্রেস, মহাবোধি এক্সপ্রেস, কৈফিয়ত এক্সপ্রেস প্রায় তিন ঘন্টা দেরিতে চলেছে। রেলের তরফ থেকে দিল্লির একাধিক রেল স্টেশনে ফগ পাইলট অ্যাসিস্টেন্স সিস্টেম বসানো হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।
2018-12-29