BRAKING NEWS

বিজেপিকে হারাতে উত্তরপ্রদেশে জোটে যেতে রাজি কংগ্রেস, দাবি রাজ বব্বরের

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : বিজেপিকে হারাতে যে কোনও দলের সঙ্গে উত্তরপ্রদেশে জোটে যেতে রাজি কংগ্রেস। শনিবার এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর।

এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে রাজ বব্বর বলেন, জনগণের মনোভাব বুঝতে পেরে এগিয়ে চলেছে কংগ্রেস। বিজেপি সরকার থেকে মুক্তি চাইছে সাধারণ মানুষ। সাম্প্রতিক কয়েকটি রাজ্যের নির্বাচন থেকে তা বোঝা গিয়েছে। বিজেপি বিরোধী মহাজোট প্রসঙ্গে বলতে গিয়ে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, যেসব দল রাজ্যবাসীকে বিজেপির শাসন থেকে মুক্তি দিতে চায়, তাদের কে স্বাগত জানায় কংগ্রেস।

সম্প্রতি জল্পনা রটেছিল উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী মহাজোট করতে উঠে পড়ে লেগেছে বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টি। পরিস্থিতির আরও অবনতি হয় যখন মধ্যপ্রদেশের মন্ত্রিসভায় স্থান পান না সমাজবাদী পার্টির বিধায়ক। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এই বিষয়ে রাজ বব্বর বলেন, বিজেপিকে হারাতে যেসব দল লড়ে যাচ্ছে, নিজেদের মধ্যে লড়াই করে সেইসব দলগুলিকে দুর্বল করাটা উচিত নয়।

সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর সরকার গড়তে মধ্যপ্রদেশ, রাজস্থানে কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *