BRAKING NEWS

অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে উঠে এল গান্ধী পরিবারের নাম, চক্রান্ত দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। উঠে এল
গান্ধী পরিবারের নাম। শনিবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর
তরফ থেকে জানানো হয়েছে, জেরার সময় অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেল ‘মিসেস
গান্ধী’-র নাম নিয়েছে। কিন্তু কোনও প্রেক্ষিতে ‘মিসেস গান্ধী’-র নাম ক্রিশ্চিয়ান মিশেল নিয়েছে তা
আদালতকে জানায়নি ইডি। অন্যদিকে এর পেছনে চক্রান্ত দেখছেন কংগ্রেস নেতা আরপিএন সিং।
এদিন আদালতে অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় ইডি আধিকারিকেরা জানায়, জেরায়
ক্রিশ্চিয়ান মিশেল ‘মিসেস গান্ধী’-র নাম নিয়েছে। কিন্তু কোনও প্রেক্ষিতে নিয়েছে তা এখনও

জানায়নি ইডি আধিকারিকেরা। পাশাপাশি তদন্তকারী আধিকারিকেরা আদালতকে জানায় জেরায়
ক্রিশ্চিয়ান মিশেল জানিয়েছেন ‘এক ইতালীয় মহিলার ছেলে এবং কি করে সে দেশের পরবর্তী
প্রধানমন্ত্রী হবে।’ইংরেজি আদ্যক্ষর ‘আর’ নামে এক ব্যক্তির নাম নিয়েছে ক্রিশ্চিয়ান মিশেল। ‘এক
বড় ব্যক্তি’ হিসেবে তাকে অভিহিত করেছে মিশেল। কে এই বড় ব্যক্তি তা তদন্ত করে দেখা হচ্ছে।
আদালতকে ইডি জানিয়েছে, কিভাবে চুক্তি থেকে হিন্দুস্থান অ্যারোনোটিক্স লিমিটেডকে বাদ দিয়ে
টাটাকে ঢোকানো হয়েছে তাও জেরায় স্বীকার করেছেন ক্রিশ্চিয়ান মিশেল। তাকে বাইরে থেকে
মানসিক চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইডি। তাই নিজের আইনজীবীর সঙ্গে মিশেলের
সাক্ষাৎতের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি আদালতে জানিয়েছে ইডি। ক্রিশ্চিয়ান মিশেলকে
আরও সাতদিন ইডি-র হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এই দুর্নীতি মামলায় বিজেপি প্রথম থেকেই গান্ধী পরিবারের জড়িয়ে থাকার অভিযোগ তুলছে।
রাজনৈতিক মহলের মতে, মিশেলের মুখ থেকে বেরনো মিসেস গান্ধী আসলে ইউপিএ চেয়ারপার্সন
সোনিয়া গান্ধী। আর তাঁর ছেলে মানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ফলে বিজেপি নতুন অস্ত্র পেয়ে
গেল এই ইস্যুতে। তারা সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণের ধার বাড়াতে শুরু
করেছে। যদিও সঙ্গে সঙ্গে আসরে নেমেছে কংগ্রেস। পালটা আক্রমণেরও পথ নিয়েছে তারা। একই
সঙ্গে মিশেলের আইনজীবীর জন্য কিছু নির্দেশ জারি করেছে আদালত। আদালত জানিয়েছে, মিশেলের
আইনজীবী তার সঙ্গে ১৫ মিনিটের বেশি সময় ধরে দেখা করতে পারবেন না। একই সঙ্গে কথা বলার
সময় তাঁদের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। চলতি মাসের প্রথম দিকে অগাস্ট
ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনায় আর্থিক তছরুপের অভিযোগে ক্রিশ্চিয়ান মিশেলকে গ্রেপ্তার করে
ইডি। সংযুক্ত আরবশাহি থেকে তাকে ভারতে প্রত্যর্পণ করা হয়। সাত দিন ইডি মিশেলকে হেপাজতে
রাখার পর তাকে আজ পাতিয়ালা হাউজ় কোর্টে হাজির করানো হয়। আজ শুনানিতে ইডি আইনজীবী
আদালতে বলেন, \"আমাদের এই রহস্য উদ্ধার করতে হবে যে, কে এই 'প্রভাবশালী ব্যক্তি' যাকে
মিশেল 'আর' বলে উল্লেখ করেছে। বিষয়টি বোঝার জন্য মিশেল ও অন্যদের মুখোমুখি বসিয়ে জেরা
করতে হবে।\"
অন্যদিকে, এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেতা আরপিএন সিং। তিনি জানিয়েছেন,
একটি বিশেষ পরিবারের নাম বলার জন্য ক্রিশ্চিয়ান মিশেলকে চাপ দেওয়া হয়েছে। কেন
‘চৌকিদার’ সরকারি সংস্থাগুলিকে একটি বিশেষ পরিবারের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে?
বিজেপির চিত্রনাট্যকাররা সেই কাজ করে চলেছেন।
এদিন দুর্নীতি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আপনাদের
চৌকিদার অনেক বেশি সৎ, দিনরাত আপনাদের জন্য কাজ করে চলেছেন তিনি। আগামীদিন
আপনাদের জন্য হবে, আপনাদের বাচ্চা জন্য হবে। আপনাদের ভবিষ্যৎ উজ্জল করার জন্য কাজ করে
চলেছি’। কৃষিঋণ মকুব প্রসঙ্গে কংগ্রেসকে ঠেস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্ণাটকে কয়েক লক্ষ
কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র ৮০০ কৃষকদের ঋণ মকুব
করে দেওয়া হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *