জাকার্তা, ২৮ ডিসেম্বর (হি.স.): বিধ্বংসী সুনামির আতঙ্ক কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার ৫.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়ান প্রদেশ| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হওয়া মাত্রই ব্যাপক আতঙ্ক ছড়ায়| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার ৫.৮ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়ান প্রদেশ|
যদিও, ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ইন্দোনেশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১| ভূমিকম্পের তীব্রতা যথেষ্ট শক্তিশালী ছিল এবং কয়েক সেকেন্ড স্থায়ী হয় ভূকম্পন| ভূমিকম্পের ঝাঁকুনিতে ব্যাপক আতঙ্ক ছড়ায়| তবে, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| উল্লেখ্য, কিছুদিন আগেই বিধ্বংসী সুনামি আছড়ে পড়ে ইন্দোনেশিয়ায়| ইতিমধ্যে মৃতের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে| আহতের সংখ্যা প্রচুর|