কদমতলায় বিস্তর পরিমাণ কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৪ ডিসেম্বর৷৷ কাঠ মাফিয়ারা সক্রিয় বন হচ্ছে উজার৷ কদমতলা ফরেস্ট বিট এলাকার কালা গাঙ্গের পার ৫নং ওয়ার্ডের আরিফুল হকে পিতা আলা উদ্দিনের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে কাঠ পায় গোয়েন্দা শাখার পুলিশ৷ ডিআইভি ডি এস  পি বিক্রম জিৎ শুক্লা দাস গোপান সুত্রের খবরের ভিত্তিতে আরিফুলের বাড়িতে হানা দেন৷ তখন বাড়ি থেকে পালিয়ে যার আরিফুল৷ ঘটনাস্থলে  ছুটে আসে ধর্মনগর রেঞ্জের শৈলেন মালাকার৷ তার বাড়ি থেকে ৬ গাড়ি কাঠ উদ্ধার হয়েছে৷ প্রায় ৫০০ ফুট কাঠ উদ্ধার করে পুলিশ বনদপ্তরের কর্মীরা৷ উদ্ধার কৃত ৫০০ ফুট কাঠের বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা অভিযানকালীন সময়ে কাঠ মাফিয়া পরিবারের লোকজনরা গন্ডগোল বাধাতে চেয়েছিল৷ পুলিশ কোন মতে এই বিপত্তি পেরিয়ে উদ্ধারকৃত কাঠগুলি জুরি ডিপোতে নিয়ে যায়৷ প্রসঙ্গত কাঠ মাফিয়া আরিফুল হকের বাড়িতে এই প্রথম হানা দিল পুলিশ৷