সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত আফগানিস্তান, আইইডি বিস্ফোরণে মৃত্যু ৭ জন সাধারণ নাগরিকের

কাবুল, ২৪ ডিসেম্বর (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় আবারও রক্তাক্ত হল আফগানিস্তান| আফগানিস্তানের গজনি প্রদেশে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারালেন ৭ জন সাধারণ নাগরিক| সরকারের মুখপাত্র হারিফ নুরি জানিয়েছেন, রবিবার রাতে গজনি প্রদেশে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৭ জন সাধারণ নাগরিক|

স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাতে গজনি প্রদেশের ডিহ ইয়াক জেলার শাহখোগ এলাকায় একটি মিনিবাস ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরক স্পর্শ করা মাত্রই জোরালো শব্দে বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৭ জন সাধারণ নাগরিক| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে, আইইডি বিস্ফোরণের নেপথ্যে তালিবান জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *