মুজফ্ফরনগর, ২৪ ডিসেম্বর (হি. স.) : রবিবার স্থানীয় সিখেদা গ্রামে এক ষাটোর্দ্ধ ব্যক্তির ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করেছে। মৃতের নাম সোদান সিং। সোমবার এব্যাপারে পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গায় অভিযুক্ত ছিলেন সোদান সিং। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় সিখেদা গ্রামে একটি বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্হায় সোদান সিং নামে ওই আসামির দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ষাট বছর বয়সী সোদান সিংকে খুন করা হয়েছে বলে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করেছে সোদান সিংয়ের পুত্র। পুলিশ জানিয়েছে, ছেলের অভিযোগের ভিত্তিতে অনুপ, রাজেশ, সুনীল কুমার এবং রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মুজফ্ফরনগর ও সংলগ্ন এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গায় ষাট জনেরও বেশি লোক নিহত এবং চল্লিশ হাজারেরও বেশি মানুষ বিতাড়িত হয়েছিল। এছাড়াও সোদান সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি মামলাও চলছিল।