BRAKING NEWS

সুনামি বিপর্যস্ত ইন্দোনেশিয়ার পাশে আছে ভারত : সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি. স.): ইন্দোনেশিয়ায় সুমাত্রা আইল্যান্ডের লামপাং ও জাভা প্রদেশের উপকূল এলাকায় মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে আছড়ে পড়া বিধ্বংসী সুনামিতে মৃতের সংখ্যাবর্তমানে ২৮১। জখম ৮৯০ জন। এছাড়াও ৩৫ জনের এখনও কোনও খোঁজ নেই। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছেইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির তাণ্ডবে প্রাণহানির ঘটনায় গভীরশোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমা স্বরাজ বলেছেন, এই বিপর্যয়ের সময়ে ইন্দোনেশিয়ার পাশে রয়েছে ভারত।রবিবার, শক্তিশালী সুনামি আছড়ে পরে ইন্দোনেশিয়ার উপকূলের হাজার হাজার দ্বীপে | যা আন্দামান সাগর থেকে ভারত মহাসাগর হয়ে দক্ষিণ চিন সাগর পর্যন্ত প্রসারিত। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কমপক্ষে২৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। সুনামির তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লামপাং ও জাভা আইল্যান্ডের কারিটা এবং তানজুঙ লেসুং ট্যুরিস্ট ডেস্টিনশন। ভয়ালসুনামিতে ধুলিসাত্‍‌ হয়ে গিয়েছে শতাধিক বহুতল, ঘরবাড়ি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী মেন্টেরি লুয়ার নেগেরিকে উল্লেখ করে সুষমা স্বরাজ এদিন ট্যুইট করেছেন,\”ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইট দ্বীপে সুনামিরতান্ডবে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাইএই দুঃখের দিনে ইন্দোনেশিয়ার মানুষের পাশে আছে ভারত। আমাদের প্রার্থনা তাদের সাথে।\”উল্লেখ্য, এর আগে অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় আছড়ে পড়া ভয়ঙ্কর সুনামিতে ভারত নৌবাহিনী ও বিমান বাহিনী পাঠিয়ে উদ্ধারকার্যে সহায়তার হাত বাড়িয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *